।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —৪।।
একুশ আমার দীপ্ত শপথ
সুব্রত চৌধুরীফেব্রুয়ারির একুশ তারিখ কালো খামে মুড়ে
বর্ণমালার মালা গাঁথে শহীদ মিনার জুড়ে।
একুশ এলে ডানা মেলে বর্ণমালার পাখি
মায়ের চোখে উর্মি শোকের সজল দু’টো আঁখি।
মায়ের ভাষার সৌরভটুকু সারা গায়ে মেখে
বর্ণমালার আল্পনা ওই যায় যে খুকু এঁকে।
একুশ আমার দীপ্ত শপথ আগল ভাংগা দোরে
ভাষার গানে শহীদ মিনার ফুলে ফুলে ভরে।
একুশ আমার প্রাণের একুশ মুক্তি সেনার বুকে
সবুজ লালে নিশান ওড়ে স্বাধীনতার সুখে।
একুশ আজো জাগায় আশা লক্ষ কোটির প্রাণে
দৈত্য দানো রুখে দাঁড়াই সোঁদা মাটির ঘ্রাণে।
একুশ সবার সত্তা জুড়ে একুশ সবার মননে
আবীর রাঙা ভোরের আলোয় নতুন দিনের স্বপনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন