।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —৩।।
আত্ম রক্তে ভেজে একুশে আঁতুড়
বিকাশ চন্দ
নিজের জিভে ঠোক্কর খাচ্ছে অক্ষর বর্ণমালা
ক'জন বা অন্তর্দেশে পুষে রাখে জন্ম ভাষা কথা
কত কথা উবুড় হয়ে ছড়িয়ে পড়ে জল মাটি ঘাসে
কত ভাবে ছড়িয়ে মাতৃভাষায় শ্রদ্ধশীল আন্তর্জাতিকতা
ভালোই জানেন সকল বিদ্যোৎসাহী
নির্দ্বিধায় শোনেন ইংরেজি প্রথম ভাষা
আরও প্রাপ্তি আছে দ্বিতীয় যখন হিন্দি
বাঙালি পরিবারে বাঙলা ভাষাই ব্রাত্য হলে
আঁতুড় ঘরের প্রথম আর্তি তো ভাষাহীন
সে তো বোঝেনা এ মাটির ভাষা আজ কতটা বিপন্নতায়
ভাষা দিবসের উৎসব মানে একুশে ফেব্রুয়ারী
দামাল যুবার বুকের বাতাসে বড় একা আত্ম সর
ভাষাহীন সময়ে আমাদের কথা রক্তে ভাসে
এ কোন নির্বোধ সময় গুমরে থাকে শব্দ শ্বাসে
আর কত কাল স্তব্ধ বাক সময়ে
প্রতিদিনই আত্ম রক্তে ভেজে একুশে আঁতুড়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন