।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —৫।।
ঋষভের সুর ভৈরবীর তান
পুষ্প সাঁতরা
সোনালী রোদের ঘাসফুল সুখ
প্রথম ফুটে ওঠা বুলি
মাতৃভাষা দিবসে আরতি করি
জাগো বিশ্বের বাঙালি।
অন্নপূর্ণা ভাষা মা আমার
ঋষভে ভাসে তান
শীতল হাওয়ায় উড়ছে দেখো
আলোর দৃপ্ত স্নান।
মা- মা ঘরময় খেলা
ডানা মেলা উড়ান পথ
বৃষ্টি ধোয়া রামধনু রং
মাতৃভাষার শপথ।
বাংলাভাষার মিষ্টিবোল
সুখ ভরা কথকথা
বর্ণধ্বনির অলংকার শোভা
পদাবলীর নীবিড়তা।
সংকীর্তনের আখরে আখরে
তুলসি তলার গান
অশ্রুসিক্ত স্মরণে মননে
মাতৃভাষার সম্মান।
খুব সুন্দর কবিতাটি। মুগ্ধ হলাম কবি।
উত্তরমুছুন