অণুগল্পে বসন্ত -৮
খোলা চিঠি
স্মৃতি শেখর মিত্র
ধানবাদ
১০ই মাঘ,১৩৮৪ বঙ্গাব্দ।
25/01/1977
প্রীতিভাজনেষু শ্রাবণী,
আজ দুপুরে তোমার চিঠি
পেয়ে ভীষণ আনন্দ ও স্বস্তি পেলাম। বিগত পৌষমেলায় যতটুকু তোমার সঙ্গে থাকতে পেরেছি সেই স্বল্প সময়ই আমার জীবনের পাথেয় হয়ে থাকবে।অনেককে পাশ কাটিয়ে
ভরা মেলা ছেড়ে আমরা দুজনা সন্ধ্যার মুখে
বেরিয়ে গেলাম সোনাঝুরি মাঠের উদ্দেশ্যে।
তোমারও যে সেই সান্ধ্য ভ্রমণ ভালো লেগেছিল
তার উল্লেখ তোমার চিঠিতে রয়েছে।
কোন আড়াল রাখোনি। তুমি তোমার বান্ধবীদের জানিয়ে রেখো আমার বসন্ত উৎসবে যাওয়ার
কথা। গতবার শান্তিনিকেতনে সাধারণের জন্য
নির্দিষ্ট গেস্ট হাউসে রাত্রিবাস করেছিলাম। তুমি তো সেকথা জানো। এবার শান্তিনিকেতনের এক বন্ধু তাদের বাড়িতে থাকার জন্য বার বার বলেছে। তুমি জানিয়েছো শুভা ও বনবীথি আমার কথা প্রায়ই বলে।আমারও ওদের দুটিকে বেশ লেগেছে। খুব খোলামেলা স্বভাবের মেয়ে। ওরা না থাকলে আমার পৌষমেলায়
কবিতা পাঠের আসরে হয়তো কবিতা পাঠ করা
হতো না। তুমি ও তোমার ঐ দুই বন্ধু আমাকে
কবিতা পাঠের ব্যাপারে অনেক সাহস জুগিয়েছে।এবারও দেখবে আমরা অনেক অনেক আনন্দ করবো। ভালবাসা নিও।
শুভাকাঙ্খী
মহিম

ভালো লাগল
উত্তরমুছুন