অণুগল্পে বসন্ত -৭
আবার বসন্ত
গোবিন্দ মোদক
ছেলেবেলা থেকেই মাধবীর প্রিয় ঋতু বসন্ত। সেই বসন্তেই প্রেমে পড়েছিল মাধবী। তার মনের মানুষটি ছিল গ্রামেরই এক দাদা-স্থানীয় কিশোর – কিংশুক। কিন্তু না, কিংশুকের সঙ্গে মাধবীর ঘর বাঁধা হয়নি। উচ্চ-মাধ্যমিকের পরই মাধবীর বাবা ওকে বিয়ে দিয়ে দিয়েছিল দূর গ্রামে এক স্কুলমাস্টারের সঙ্গে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই মাধবী তার বাপের বাড়ি ফিরে আসে বিধবা হয়ে। এই নিদারুণ অভিশাপকে মাধবী মন থেকে মেনে নিতে পারেনি। মাধবী কেমন যেন হয়ে গেছিল, পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনও দ্বীপে বসবাসকারিনী এক অনাথিনীর মতো তার আচার-আচরণ পরিলক্ষিত হতো। কিন্তু সময় যে সবচেয়ে বড় সুশ্রূষাকারিনী! সময়ের প্রলেপে ধীরে ধীরে প্রশমিত হয় মাধবীর সব শোক।
ক্রমে মাধবী আবার খুঁজে পেয়েছে তার সেই পুরোনো অস্তিত্ব। আবার যেন ফিরে এসেছে সেই উচ্ছল মাধবী যে বসন্তকে ভালোবাসে, ভালোবাসে ফাগুনের আগুনকে। সেই মাধবী জানলা দিয়ে দেখছিল প্রকৃতিকে। এমন সময় চেনা কন্ঠস্বর শুনে ফিরে তাকালো মাধবী। দরজায় কিংশুক দাঁড়িয়ে আছে, তার হাতে আবিরের পাত্র। কিংশুকের চোখে চোখ রাখলো মাধবী, টের পেলো একটু একটু করে আবার ফিরে আসছে বসন্ত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন