লেবেল

সোমবার, ২০ মার্চ, ২০২৩

অণুগল্পে বসন্ত—২১।। বসন্ত — অশোক ব্যানার্জী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



অণুগল্পে বসন্ত—২১


বসন্ত

অশোক ব্যানার্জী

-

আমার বয়স আশি পেরিয়ে গেছে

অনেক দিন আগেই।এখন আমি আর আমার জীবনে

বসন্তের ছোঁয়া পাই না একদম,শীতের রুক্ষ ছোঁয়া আজআমার শরীর ও মনকে গ্রাস করেছে ।রুক্ষ শুষ্ক শরীর ও মনে আরবসন্তের কোনো প্রভাব নেই আমার।তবু, যখন ভাবি আমার নাতির কথা,আমার নাতির মতো আরো ছোটো ছোটোছেলে মেয়েদের কথা, মনে হয়ওই কচি কাঁচারাই তো আমার মতোবৃদ্ধ বৃদ্ধাদের জীবনে নতুন বসন্তের ছোঁয়া,ওরাই পারে নতুন করে বসন্ত আনতে আমাদের মতো বৃদ্ধ বৃদ্ধাদের জীবনে।ওরাই শীতের রুক্ষতাকে সরিয়েএখন বসন্ত আমার জীবনে, মনে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন