লেবেল

শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -৪।। লালন - অমিত কাশ‍্যপ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -৪



লালন 

অমিত কাশ‍্যপ


আদর করে নাম রেখেছিল, লালন 

মাঠে কাজ করে, ঘর, ছিটেবেড়া

দৈনিক মজুরি, নেই তো, শনিবার হাটবার

মিলনমেলা, ওই টেনেটুনে চলে


সন্ধের পর রুটির গন্ধ ওঠে 

বাচ্চারা কুপি জ্বালিয়ে পড়ে 

লালনের পড়া হয়নি, কি সুন্দর ভাষা 

মন ভারি হয়, মা ডাকে লালন আয় তো


কি সুন্দর মা'র ডাক, কি সুন্দর কথা 

এর নামই বোধহয় মাতৃভাষা

1 টি মন্তব্য: