আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -৩
মাতৃভাষা
সৌমিত বসু
হয়তো তোমার ভাষা ঠিক
হয়তো আমার ভাষা ভুল
তুমি পাও জোর হাততালি
আমি দেখি অপার অকূল।
কাঁটাতার সব ভাগ করে
জমিজমা হিসেব নিকেশ
স্বপ্নও চুরমার হয়
ভাঙে নীল আকাশের দেশ।
হাতানিয়া দোয়ানিয়া দিয়ে
ভেসে যায় দূর মহাকাল
তোমার ভাষার কাছে আমি
ঋণী থাকি সন্ধ্যা সকাল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন