স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -২০
হে সনাতন
অশোক রায়
অসীম যুবশক্তির অখণ্ড প্রেরণা তুমি
তেজোদ্দীপ্ত অনন্ত যৌবনধারী যোগী
নিষ্কাম কর্মই তোমার অক্লান্ত সাধনা
জীবন সপেছ জাতির চরিত্র গঠনে
হিমালয় থেকে কন্যাকুমারী
ত্যাগের মন্ত্রে দিয়েছ দীক্ষা
অন্ধকারাছন্ন ভারতবাসীকে
হে মুকুটহীন হৃদয়-সম্রাট হে রাজযোগী
হেলায় করেছ ত্রিভুবন জয়
তোমার জ্ঞানের ব্যাপ্তি হাজার সূর্য সমান
হে রাজা হে মহাপ্রাণ যুগান্তকারী মনীষী
তোমায় যখনই স্মরি, বিগলিত মনপ্রাণ
আপনা থেকে মাথা নত হয়
সদাজাগ্রত মানব-সেবা প্রহরী তব চরণে।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন