স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -১৯
স্বামীজী
স্বাগতা ভট্টাচার্য
তোমায় জানতে গিয়ে আমার জানা হয়েছে গোটা ভারত বর্ষ।
মনে মনে তোমার চরণ ছুঁতে গিয়ে ত্রিলোক ছুঁয়েছি বারবার।
এখন তোমার বৈরাগী রঙে রাঙিয়েছি
আমার শাড়ির আঁচল।
শুভ্রতাকে রেখেছি শাড়ির সমস্ত জমি জুড়েই।
আর পাড়ে ধারণ করেছি আন্দামান নিকোবর দীপপুঞ্জের চিরহরিৎ অরন্যকে।
সকালবেলা রোজ দাঁড়াই তোমার মুখোমুখি
আর বাতাসে ভেসে আসে
"ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম । ধান্তারীং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্" ।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন