লেবেল

রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩

স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -৩।। ছাই চাপা আগুন - বদ্রীনাথ পাল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -৩



ছাই চাপা আগুন

বদ্রীনাথ পাল

"ছাই চাপা আগুন"-সে তো ছিলে বিবেক তুমি,
তোমায় নিয়ে গরব করে তাইতো বঙ্গভূমি।
কে জানতো, দত্ত বাড়ির তেজী দামাল ছেলে-
বিশ্ব বিজয় করেই নেবে এমন অবহেলে !

সর্দার তো তুমিই ছিলে সব খেলুড়ের মাঝে,
অনিয়মের ধার ধারোনি কথায় এবং কাজে।
কুসংস্কার অবিশ্বাসের ধ্বজাধারী যারা-
তোমার যুক্তি কাছেই শেষে হার মেনেছে তারা।

চাঁড়াল মুচি মেথর বা ডোম, কোল দিয়েছো সবে-
তুমি ছাড়া ভাবনা তাদের কে ভেবেছে কবে ?
রামকৃষ্ণ সারদামণির স্নেহধন্য ছিলে-
"বিবেকানন্দ" হয়েছিলে তাইতো তুমি বিলে।

আজের দিনে বিশ্ব যখন অন্ধকারে ঢাকা-
ঝড়ের বেগে চলছে ছুটে বৈষম্যের চাকা,
সুখ শান্তি ফিরিয়ে দিতে সবার ঘরে ঘরে-
 ফিরে এসো 'বিবেক' তখন আবার মাটির 'পরে।

1 টি মন্তব্য: