স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -৬
বিবেক যখন বিশ্ব জ্যোতি
বিকাশ চন্দ
চির কল্যাণময়ী কী জানতেন আত্মার সঙ্গীত
জাত পাত ভুলে জেগে ওঠে বিদ্রোহী পৌরুষ
মগ্নকাল ছুঁয়ে আছে পরবাসী অখণ্ড মণ্ডলে
অনন্ত মূর্তি আলো ভেঙে জেগে আছে মানবাত্মা
কত কাল রাত্রি শেষের অলৌকিক আভায় জাগৃতি
বারে বারে ডেকেছে পলাতক মানব ঈশ্বর কোথায়
বিবেক এলি---- বিবেক---- ডেকেছে প্রাণের ঠাকুর
হাঁটুর উপরে ধূতি গলায় জড়িয়ে দয়াল মানুষ
কোনো কৃত্রিমতা নেই জানে শুধু কল্পতরু ছায়া
কেঁপে কেঁপে ফেরে ---- আমাকে জ্ঞান দাও--- বিবেক দাও
আমাকে ভক্তি দাও --- দাও বৈরাগ্যসাধন
#
কে জানে নরেন্দ্রনাথ ভেতরে পবিত্র সমর্পণ সাধ
অনন্ত আকুল ডাকে বিবেক জন্ম তার সকল অঙ্গে
কে কাকে দ্বিজ বলে এই যে স্বর্গীয় আনন্দ নিকেতন
এই যে এত পাথর জমা হৃদয়ে অন্য জগৎ
পথ হারা মানুষ দেখেছে পথে প্রান্তে মানুষ ফলেছে
অগ্নি বর্ণ সূর্য জানে অবিনশ্বর স্বর্গ সর্বভূতে
সমস্ত অন্ধকার বিলীন প্রাণের উচ্ছ্বাসে
আলোময় অন্তরে দাঁড়িয়ে বিবেক যখন বিশ্ব জ্যোতি

খুবই সুন্দর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন কবি তাঁর কবিতায়। ভালো লাগলো।
উত্তরমুছুন