জীবনবোধের কবিতা -৩৪
জীবনবোধ
স্মৃতি শেখর মিত্র
পায়ে পায়ে চলে এসেছি বহুদূর
সবুজ বনানী,শীতল নদী পেরিয়ে
কামারের কামারশাল কিম্বা কুমোরের বাড়ি....
জোগাড় হয়েছে বহু হাঁড়ি কুড়ি।
রান্নার চাল খুঁজতে খুঁজতেই দিন কাবার।
ঘর গেরস্থালি সব নিশ্চুপ।
কোথায় যাবো,কে দেবে আমায় সেই বাঁচার রসদ? প্রতিটি প্রত্যুষ আসে সংগ্ৰামী সূর্য্যের
হাত ধরে। ভালবাসা এখন গেছে দূরে সরে
মানুষ বেঁচে আছে ঘৃণাকে সম্বল করে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন