জীবনবোধের কবিতা -৩১
ছাপ্পান্ন ভোগ দেব
তন্দ্রা ভট্টাচার্য্য
এই বয়স এই সময় কিছুই নয়
তোমাকে ছাপ্পান্ন ভোগ দেব।
ঝুনো নারকেল যারা বলছে
তাদেরই জিভে জল তোমায় খাবে বলে!
তোমার বুকের ভেতর কিশোরীকে
একটু বন্য করে দাও।
একটা জার্সি কিনে দাও এই শীতে
ক্রিকেট ম্যাচ খেলুক।
গাছে জল দাও নিজেও জল খাও।
মুখের কথায় কাজ হয়না।
তেঁতুল দিয়ে পেতলের বাসন,
না মাজলে চকচক করে না।
লোক নয় সমাজ নয়, তুমি তোমাকে সন্তুষ্ট কর।
ওড়াও ওড়াও পতপত করে জীবন পতাকা।

আহা
উত্তরমুছুন