মানবতাবাদী কবিতা -২২
যাত্রা
বাবলু গিরি
যাচ্ছ যখন যাও
মনে রেখ এই শ্মশানঘাটে আসতে হবে বারবার
জ্বলার আনন্দেই ফিরে আসা
যাচ্ছ যখন যাও
সঙ্গে দুমুঠো অন্ন নিয়ে যাও, অনন্তের যাত্রা তো •••
মা বলত খালি পেটে যেতে নেই,
সুদামা খুদকণার পুঁটুলি নিয়ে যাত্রা শুরু করেছিল,
যাওয়াতো অনেক রকমের,খোলকর্তালে চার কাহারের কাঁধে - অন্তর্জলী যাত্রা -
জগন্নাথের রথে যাওয়া,
মা কড়ে অঙুল কামড়ে থু থু করে বলতো দুগ্গা দুগ্গা
অন্তরীক্ষে,শকটে কিংবা হ্রেষা ধ্বনিতে
যমদুয়ারে নচিকেতার যাত্রা
মা বলতো - যমের নজরে পড়িস নে, কাজলের টিপ পরিয়ে দিতো
যাচ্ছ যখন যাও -
সমস্থ যাত্রার শেষে আগুনের স্নানঘরে -
জ্যোতির্ময় হবো আনন্দে উল্লাসে,
শেষ যাত্রা সমিধের পালঙ্কে শ্মশানঘাটে অগ্নিযাত্রা।

খুব সুন্দর কবিতা। মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি।
উত্তরমুছুনখুব ভালো কবিতা।
উত্তরমুছুন