মানবতাবাদী কবিতা —২৪
একলা হতে চাই
সিদ্ধার্থ রায় (সিধু)
চাওয়া
কিম্বা চেয়ে নেওয়া
বেশ সহজ ...
কিন্তু কীভাবে
গ্রহণ করতে হয়?
শিল্প থেকে শিল্পান্তর ...
তবে, যদি ঠেকে যায়
আঙুলে আঙ্গুল!
এই শরীর স্পর্শ কি
একান্তই অশুদ্ধ?
কয়েক মিনিটের জন্যও
কি থেমে যেতে পারে না
নীতি কর্তা দের এজলাস?
আমার বিচারক জানিয়েছেন —
আমি তোর সাথে
একলা হতে চাই ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন