লেবেল

রবিবার, ২০ নভেম্বর, ২০২২

মানবতাবাদী কবিতা —২০।। অমীমাংসিত প্রশ্নের মুখোশ ।। -- অশোককুমার লাটুয়া ( সেলুকাস )।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 






মানবতাবাদী কবিতা —২০



অমীমাংসিত প্রশ্নের মুখোশ 

     -- অশোককুমার লাটুয়া ( সেলুকাস ) 


হঠাৎ সমুদ্রগর্ভে পৃথিবী ডুবে যাবার আগে 

একবার গিয়ে দাঁড়াতে চাই 

মৃত্যু - মুখোশের মিশরীয় রূপকথার মুখোমুখি 

যেখানে মমি হয়ে শুয়ে আছে অজস্র ঐশ্বর্যে তুতেনখামেন 

পিরামিডের কফিন সারকোফেগাসে। 


যারা খুঁড়েছিল ইতিহাস তারা বলছেন -- অনেক ওজনের নিরেট সোনায় মমির মুখোশের নির্মাণ। 

কেউ বলছেন -- উনিশ বছর বয়সী, পাঁচ ফুট ছয় ইঞ্চির রাজার বাঁ পায়ে ছিলো সাংঘাতিক অনিরাময় ক্ষত। 


হাজার হাজার বছর ধরে সেখানে রাখা ফুল ফল মাংস 

এতই বিষিয়ে গেছে যে তা অভিশাপের মতো মানুষকে নিশ্চিত মৃত্যুর শাস্তি দিতে পারে মুহূর্তে। 


বয়ে যাচ্ছে নীলনদ আজও নিজের খেয়ালে। অনেক শতাব্দীর রাজকাহিনী তবু আজও রহস্যজড়ানো। 

অমীমাংসিত এখনো ইতিহাসের ডানায় প্রশ্নের দেয়াল। 


এভাবেই বেঁচে থেকে আমরাও  মমি হয়ে আছি 

মৃত্যু - মুখোশের মুখোমুখি। 

হঠাৎ পৃথিবী সমুদ্রগর্ভে ডুবে গেলে একদিন 

কে বা কারা খুঁজে আনবে 

আমাদের মনস্তাত্ত্বিক ইতিহাস!!! 

অমীমাংসিত কত প্রশ্ন জমে জমে মুখোশ হয়ে উঠছে মানুষের মুখ। 

অথচ বিকেলের বাতাসে এখনো লেগে আছে উজ্জ্বল স্বভাব। 

সন্ধ্যার ডানায় লেগে আছে নক্ষত্রের নামকরণ। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন