লেবেল

রবিবার, ২২ মে, ২০২২

শুধু কবিতায়... প্রকৃতি -ই সুর সংখ্যা -২৫।। তপনজ্যোতি মাজি।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





প্রকৃতি -ই সুর সংখ্যা -২৫

তপনজ্যোতি মাজি




 প্রকৃতি —১


অরণ্য মেখে,আস্ত একটা নদী শরীরে নিয়ে,কিংবা পাহাড়ের চড়াই ও ঢালবুকে

ধরে অথবা অতি নির্জন সমুদ্র সৈকতের আত্মদর্শন নিয়ে,ফিরে আসি,তোমার মগ্ন সান্নিধ্যে,তুমিই আমার শ্রেষ্ঠ প্রকৃতি।

ছুঁয়ে থাকি সহস্র অনুষঙ্গ। ভাঙাগড়া চলে নিরন্তর। মগ্ন ও লঘু সময়ের গ্রন্থিতে কত

বিচিত্র বিবর্তন। সবুজে, গৈরিকে,নীলে ও শাদায় অন্তহীন যাপনপথ। তুমি ও প্রকৃতি সমার্থক। যেন অন্তর্গত শুভবোধ, কখনও মূর্ত কখনও বিমূর্ত।

জল ও হাওয়া, সুদীপ্ত দিন কিংবা গভীররাত্রির মতো তুমি আমাকে দাও প্রকৃতির সহজ পাঠ। আমার শ্রমণ জীবনে প্রকৃতিও তুমি গ্রন্থিত দুটি ভূর্জপত্র।





প্রকৃতি -২


কাল রাতের পাঁচ মিনিটের হুলুস্থুল ঝড়ে বিভ্রান্ত অভ্যস্ত জীবন।

সোফার ওপর প্রলম্বিত শুয়ে আছে ধ্বস্ত প্রকৃতি,শূন্য সময়।

অগ্নিগোলকের দাউ দাউ বৃত্ত ঘিরে আছে তীর্থঙ্কর ছায়াপথ।

এই পথে দেবপুরুষ ও কবি প্রকৃতি দর্শন করেন,সায়াহ্নের নিষ্কাম বাতাসে।

প্রকৃতির বুকের ওপর উল্টে রাখা তুলোট

কাগজে হাতেলেখা বেদপূর্ব কবিতা।

বিশ্বসৃষ্টির ওলটপালট সময়ে দুরন্ত প্রকৃতির

আক্ষরিক ধারাভাষ্য।

শায়িত প্রকৃতি মগ্ন সময়কালে গভীর স্বরে

আবৃত্তি করবেন,

সৃজন ও সংঘর্ষের এক একটি পংক্তি সপ্তর্ষিমণ্ডলের অমল আলোয়।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন