লেবেল

শনিবার, ২ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা -৪।। মণিদীপা নন্দী বিশ্বাস।। Ankurisha।। E.Magazine।।Bengali poem in literature।।

 



যুদ্ধ বিরোধী কবিতা -৪

মণিদীপা নন্দী বিশ্বাস



অনন্ত বিস্ময়ে আছি


তোমার কাছে পৌঁছব যে এমন বাধা কি করে যাই দিনের আলো অন্ধকারে বিস্ফোরণে ঢাকল 

তাই গভীরতায় বুকের কাছে শান্তি ফুলের লালচে রঙ ধুয়ে দেব যন্ত্রণা তার সে সাধ‍্য কি সে কম

প্রবল টানে বন‍্যা এল প্রাণহীন সব জ‍্যোৎস্নারা

বল এবার কি করে যাই বরফ শবের পাহারা!

      

কান্না জলে গান হয়ে যাই লালচে চোখে দুরাশা

নীল আকাশের আলো উঠুক গভীর বুকে সেই আশা

যত্ন থাকুক শিশুর মুখে ভালবাসার সেই সুরে

হিংস্র দাঁতের অমানবিক তীব্র কথন ঐ দূরে










অঙ্কুরীশা ই ম্যাগাজিনে প্রতিদিন বিভাগে  যুদ্ধ বিরোধী কবিতা প্রকাশিত হচ্ছে। তাই এই বিভাগে আপনার মৌলিক ও অপ্রকাশিত দুটো কবিতা পাঠিয়ে দিন।  মনোনীত হলে অঙ্কুরীশা-র পাতায় প্রকাশিত হবে। 


ankurishapatrika@gmail.com




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন