লেবেল

মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী -৩৩।। শান্তা চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine। Bengali poem in literature।।

 




যুদ্ধ বিরোধী -৩৩

শান্তা চক্রবর্তী




নিরুত্তর  নক্ষত্র   


রাত্রির গর্ভগৃহে বসে আছি সূর্য ওঠার প্রতীক্ষায়

চারদিকে  দু:শাসন, দুর্জ্ঞেয় অন্ধকার

যেন এ-শ্বাপদ সভ্যতায় মানুষের  চির নির্বাসন হবে


প্রতিদিন যুদ্ধ -যুদ্ধ খেলা, রক্তপাত

একদিন লোহিতকণিকার স্পন্দন  থেমে যায়

স্ট্রেচারে শায়িত হাসপাতালের  দরোজা পেরিয়ে ঠাঁই হয় মর্গে

স্বর্গে  কে যায়- খুনি নাকি খুনের শিকার?

কে পায় বিচার!

এই প্রশ্ন নিরুত্তর  নক্ষত্রের মতো শূন্যে জেগে থাকে


স্বপ্ন তবু মরে না, উঠে দাঁড়ায়  নতুন আরম্ভে

যেভাবে রাত্রির দুর্গে সূর্যের ভল্ল এসে বেঁধে প্রতিদিন!










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন