লেবেল

সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা -৩২।। দীনেশ সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





যুদ্ধ বিরোধী কবিতা -৩২

দীনেশ সরকার




যুদ্ধ নয় শান্তি চাই


   
যুদ্ধ মানে ধ্বংসলীলা,
চারদিকে হাহাকার
যুদ্ধ মানে মৃত্যু-মিছিল
সেনা আর জনতার।

যুদ্ধ হয় না জনহিতকর,
ধর্ষণ মানবতার
যুদ্ধবাজরা চিরশত্রু
এই মানব সভ্যতার।

যুদ্ধের আগুন দাউ-দাউ জ্বলছে
ইউক্রেনের আকাশে
আগ্রাসী রুশ হানছে আঘাত
ছুটছে মানুষ ত্রাসে।

ধ্বংস করছে ইমারত আর
কাড়ছে নিরীহ প্রাণ
ধ্বংসের ছবি গ্রাম-শহরে
বাতাসে বারুদ ঘ্রাণ।

মিসাইল আর কামান-গোলা
ছুটছে যেন মৃত্যুবান
পাখপাখালি নিশ্চিহ্ন আজ
নেই তো কোনো কলতান।

মায়ের বুকে আঁকড়ে শিশু
ঠাঁই হয়েছে বাঙ্কারে
হাসি-কান্না ভুলেছে সে
খাবার দেবে কে তারে?

ছবির মতো সাজানো দেশ
এখন যে সব ধ্বংসস্তূপ
শান্তিকামী বিশ্ববাসী
এখনো কি রইবে চুপ?

এসো সবে আওয়াজ তুলি
হাতে হাত রেখে ভাই,
"মারণ যুদ্ধ বন্ধ করো,
যুদ্ধ নয়, শান্তি চাই।"









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন