লেবেল

রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা -৩১ ।। রাজেশ কান্তি দাশ।Ankurisha।। E.Magazine। Bengali poem in literature।।

 





যুদ্ধ বিরোধী কবিতা -৩১

রাজেশ কান্তি দাশ




বীভৎস সময়


জনপাত্রে রক্ত ঝরে ঝরঝর করে
ঝাঁকে ঝাঁকে পড়ে মিসাইল, গোলা তার ওপর;
আমার পূর্বসুরী ও উত্তরসুরীর স্বপ্ন ভেঙে যায় রক্তের নৈরাজ্যে!
রোবট প্রজন্ম পালায় ইট, সুরকির দেয়াল টপকে ওপারে
শরে ফসিল হয়;
সারসের বাসার নীচে ছাউনির মতো উঠতে থাকে গণকবর
কার বা কাদের জানে না পথিক কিংবা কবি? বেওয়ারিশ...
ডলার জীবন্ত হয়ে উঠে, তার বুকে-পিঠে হরিবোল বলে মারণাস্ত্র!
আমার অবয়বে আমি রক্তারক্তির খেলায় তবু বেঁচে আছি
আমি মৈত্রীর স্মারক হিসেবে একটি চিঠি পাঠাই যুদ্ধসঙ্গম বরাবর!
অন্ধকার সাঁতরে সাঁতরে হয়ে উঠতে চাই কিংশুক
আলোকধারী ঘোড়া
আমার সংস্কৃতি, সভ্যতা, জনপরম্পরার...
চোখের শ্যাওলা সরিয়ে আমি উঠে দাঁড়াই ক্ষয়ের ওপর
বীভৎস সময় বয়ে যায়!











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন