লেবেল

বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা -৩৪।। অসিত কুমার রায় (রক্তিম)।।Ankurisha।। E.magazine।। Bengali poem in literature।।

 




যুদ্ধ বিরোধী কবিতা -৩৪


কবির নির্বাসন

কবির নির্বাসন!
কবি নিশ্চুপ!
কবি কী ঘুমিয়ে পড়েছে!
কবি কী মুখ ফিরিয়ে নিয়েছে?
নাকি নিতান্ত অভিমানে দুরত্ব রচে!
নাকি আতঙ্কিত দুঃসহ কোন ঝড়ের পূর্বাভাষে।
একমাত্র মৌনতা দূর করে কবিই বলতে পারে।


কিছু কিছু অভিমানে আকাশ ভেঙে পড়ে
কিছু কিছু কিরণে ফুলেরা মুষড়ে পড়ে ;
কিছু কিছু যন্ত্রণায় পাহাড় চুরমার
কিছু কিছু অনিয়ন্ত্রনে হুলুস্থুল গ্রহ থেকে গ্রহান্তর;


কবি অলক্ষে শান্তিবারির স্বরলিপি লিখে রাখে
ভালবাসা আলপনায় বিশ্বশান্তির ছবি আঁকে।
হৃদয়ের তন্ত্রিতে বিলম্বিতে রাগ মেঘমল্লার
বিশ্বজুড়ে যে যুদ্ধের বিউগিল, হয়তো সেই ভাবনার;


তাই বসন্ত বাহার নয়
বিব্রত বসন্তের বার্তা আর নয়;
পোড়া হৃদয়ের শান্তির জন্য
একমুঠো সিক্ত মাটি কিম্বা অশ্রুবারি।
তাই ক্রমশ বিলম্বিত থেকে ঝালায়
মেঘমল্লার বাজায় রুদ্রবীণায়।










1 টি মন্তব্য: