যুদ্ধ বিরোধী কবিতা -৩৫
সৌমিত বসু
যুদ্ধ
জীবন জুড়ে দুটো মানুষ
কিই বা পারে
দুটো মানুষ যুদ্ধ করে
এবং হারে।
*পাঠকের আপনজন* *অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা*
------------------------------ --------
🙏🙏লেখা আহ্বান🙏🙏
"পৃথিবীর কবিতা কখনও শেষ হয় না।"
(জন কিটস)
'সুজলা সুফলা শস্য শ্যামলা' — প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের দেশ। পৃথিবীতে যা কিছু সুন্দর সবই যেন ঈশ্বর প্রকৃতির মধ্যে ঢেলে দিয়ে তাকে করে তুলেছেন সম্পূর্ণা, অনন্যা। মনে হয় বিচিত্ৰবেশী এই প্রকৃতি যেন তার সৌন্দর্যে মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে আমাদের। প্রকৃতির সেই অমোঘ টান আমরা সত্যি কি উপেক্ষা করতে পারি? প্রকৃতিপ্রেমে উদ্বেলিত মন তাই ছুটে চলে দিকশূন্যপুরে….অসীমের টানে। বর্তমানে প্রকৃতি আজ রুষ্ট, কারণ — বৃষ্টি নেই, তীব্র গরমে স্কুল ও কলেজ আজ বন্ধ। তার উপর রবীন্দ্রনাথের জন্মদিন — সময় যেন চঞ্চল। তাই প্রকৃতির এক স্পর্শ যেন সমগ্র বিশ্বকে আত্মীয় করে তোলে— এই প্রকৃতি, কাল ও সময়কে স্মরণ করে অঙ্কুরীশা-র পাতায় প্রকাশিত হবে মে ২০২২, প্রতিদিন বিভাগে 'প্রকৃতি-ই একটি সুর' বিষয়ক কবিতা।
🙏🏻মে মাস জুড়েই প্রকাশিত হবে 'প্রকৃতি-ই একটি সুর' বিষয়ক কবিতা।
✍🏾✍🏾 অঙ্কুরীশা ই ম্যাগাজিনে শুরু হবে প্রতিদিন বিভাগে ' প্রকৃতি-ই একটি সুর' বিষয়ক শুধু কবিতা।
✍🏾এই পর্বে দুটি করে কবিতা পাঠাবেন।
✍️✍ মেল বডিতে (অভ্র অথবা ইউনিকোড) টাইপ করে পাঠাবেন।
🙏এই বিভাগের লেখা মৌলিক ও অপ্রকাশিত হতে হবে।
🙏কোন প্রকার ছবি বা পিডিএফ ফাইল গ্রহণ যোগ্য নয়।
🙏এই বিভাগে আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা কিনা উল্লেখ করে দেবেন।
✍🏾 এই পর্ব চলবে ১লা মে ২০২২ থেকে ২০শে মে ২০২২ পর্যন্ত।
👇🏾আপনি আপনার 'প্রকৃতি-ই বিষয়ক' দুটো কবিতা আজই মেল করুন👇🏾
✍️🙏আপনার এই পাঠানো লেখাটি অঙ্কুরীশা-য় সম্মানের সাথে প্রকাশিত হবে।
✍🏾 মুক্ত মনে লিখুন উক্ত বিষয়ের জন্য কোন লাইন সীমা কিংবা শব্দ সীমা নেই।
নমস্কার।
ভালো থাকুন।
সুস্থ থাকুন।
সম্পাদক,
অঙ্কুরীশা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন