বসন্ত এসে গেছে -২৯
রাজেশ কান্তি দাশ
কবির কাজ
ফুলটা বাসি হয়ে গেছে। তার মিইয়ে যাওয়া পাপড়ি থেকে গন্ধ বেরোয় না।
মৌমাছি বসে না।
ধূসর হয়ে উঠেছে তার রং।
... এমনটা কেন হলো বিড়বিড় করে আমাকে জিজ্ঞেস করে ফাল্গুনের বসন্ত...?
আমি জানি, বাসি ফুলে বসন্ত ফুটানো কবির কাজ।
আমি কি জানি তার কারণ?
কেন মিইয়ে গেলো তার অঙ্গসাজ?
আমি জানি, বাসি ফুলে বসন্ত ফুটানো কবির কাজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন