লেবেল

বুধবার, ১৬ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৩০।। পার্থ বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




বসন্ত এসে গেছে -৩০

পার্থ বন্দ্যোপাধ্যায়



বেসুরো বসন্ত


হিংস্র দ্রাঘিমা বরাবর

তুলি টানলে বিন্দু-রেখায়

অতর্কিতে আদিগন্ত রক্তপলাশ --


না, সে সুযোগ মহানগরে

একান্তই অসম্ভব জানি।

কেবল রাঙা পলাশের দেশ থেকে

হাওয়ায় হাওয়ায় ভেসে আসে

অবধারিত হিংসার খবর...


তবু অনাবিল ভোরে অবিরত ডাকে

বসন্তের কোকিল। বহুযুগ পর

স্মৃতির সরণি ধরে নেমে আসেন

মানিক বাঁড়ুজ্যে। তাঁর কথা

প্রসঙ্গত মনে এলে দিগন্তের বুক নিংড়ে

ক্রমাগত রক্তের উচ্ছাস।


ভোর হয়, ফুটে ওঠে আলো।

জারুলের শুষ্ক ডালে উজ্জ্বল বাঁশপাতি

উড়ে এসে বসে

শিকারে লব্ধ পোকা খায়

দু'দন্ড জিরিয়ে উড়ে যায়।

নিঃস্ব জানালা খুলে দিতেই

তৃষিত দৃষ্টিপথে মোহনীয় ধরা পড়ে

নতুন দিনের হাতছানি...


হিংস্র দ্রাঘিমা বরাবর

উদ্ধত তুলির টানে বিন্দু-রেখায়

আজ শুধু সন্ত্রস্ত রক্তপলাশ।





বসন্ত এসে গেছে 


1 টি মন্তব্য: