লেবেল

বুধবার, ৩০ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৫৯।। হীরক বন্দ্যোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





বসন্ত এসে গেছে -৫৯

হীরক বন্দ্যোপাধ্যায় 




১.

সামান্য কামিনী ফুল


সামান্য কামিনী ফুলের জন্য নির্জন চায়ের

দোকান এখনো খুঁজে ফেরো অনিমেষ

জীবনের কতো সাকো  অনায়াসে পেরিয়েছো

নীচে জল বেওয়ারিশ

জুয়াড়ির মতো অনবদ্য, জাদুবিদ‍্যা হাতে নিয়ে 

কতনা পায়রা তুমি আকাশে ওড়ালে 

সজল চোখের পাতায় তার প্রতিটি স্পর্শ লেগে আছে,আজ স্বেচ্ছানির্বাসনে যেতে যেতে

নিপুণ মুখোশে ঢাকো মুখ

তবু তুমি মুখ ফুটে জানালেনা পরমার্থ কাকে বলে... অথচ ক্রমশ এই বিষাদ দুপুরে

জাল ফেলে মাছ ধরে জেলে

দূরে মাছরাঙা উড়ে এসে বসে

প্রগলভ আনন্দে কেউ কেউ রাতপাখি হয়ে যায়

তুমি শুধু সামান্য কামিনী ফুলের জন্য

অনিমেষ নির্জন চায়ের দোকান খোঁজো ,আজো ...




২.

বয়:সন্ধি


বয়:সন্ধিকালে যখন তাহার শরীরে সবে রস জমিতে শুরু করিয়াছে

দেখিয়েছিলাম অকস্মাৎ স্পর্শমাত্র পারকিনশান

রোগীর মতো স্পন্দন কিছুতেই থামিতে চাহে না

সেই সব তোলপাড় ,আনন্দ শীৎকার স্রোতধ্বনি

মায়াজাল ও ক্ষিপ্র চঞ্চলতা মনে পড়িয়া গেলে

এখনো দুরন্ত জয়ের অগ্নিশিখা জ্বলিয়া ওঠে

মনে মনে ফের যুবক হ ইতে দ্বিধা হয় না


আজ এই কুড়ি কুড়ি বছরের পর এখনো সন্ধ্যায়

জ‍্যোৎস্না ওঠে আর কালপুরুষ ভোরের শুকতারা শিউলির কুড়ি এখনো রহিয়াছে

মনে হয় কিছুই বদলায় নাই

না ফর্সা পায়ের ঝুমুর 

আতস বাজির ঝুমঝুম অনবদ্য মায়ারথ বিম্বোষ্ঠ

পানপাতা মুখশ্রী

মনে পড়ে, সেই নদী এখনো আছে

কিন্তু জল আর তাতে নাই

কেন না জলতো শুধু বৃষ্টিধারায় প্লুত নয়

নয়নাশ্রু দিয়ে ঢাকা...













              🙏🏻লেখা আহ্বান 🙏🏻



অঙ্কুরীশা ই ম্যাগাজিনে প্রতিদিন বিভাগে ১লা এপ্রিল থেকে যুদ্ধ বিরোধী কবিতা প্রকাশিত হবে। আপনি এই বিভাগে আপনার মৌলিক ও অপ্রকাশিত দুটো কবিতা পাঠান। মানসম্মত হলে অঙ্কুরীশা -র  পাতায় প্রকাশিত হবে। 


ankurishapatrika@gmail.com


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন