লেবেল

বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৫০।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।















বসন্ত এসে গেছে -৫০
মণিদীপা নন্দী বিশ্বাস




বসন্ত তুমি কি চোখের জল!

 
বাতাস কি কথা বলে মনে মনে
 পাগল বাতাস ঝিরি ঝিরি ধীরে জনতার চুল উড়িয়ে
ধুলো মেখে...
দাঁড়ায়, ফিরে এলে অনুভবে...
দু একজন হাত বাড়িয়ে থাকে
 নি:শেষে বলে 'এসো', যুগান্তের শেষ নি:শ্বাস পর্যন্ত
 অপেক্ষায়। হু হু মনের দিক দিগন্তে ঐতো হলদে প্লাবন
সুখে অথবা ক্রন্দনে, রক্তদোলে কিংবা ঘাসে
 সে এসে দাঁড়ালো ক্ষণিক গানের মত
 ভুলে যাওয়া স্মৃতি হয়ে চৈত্র ঝারিতে
তুলসীর টুপটাপ জলে বড় কান্নার মত...











২টি মন্তব্য: