ইচ্ছে বাউল
উদাসী এক সকালে মন কি হবে প্রবাসী!
চেনা চৌকাঠ চেনা বারন্দা চেনা পথের বাঁক।
চেনা নিমের বাতাস। শ্রাবণে ভিজে যাওয়া
শীতের অলস দুপুরে পাতার ঝরে যাওয়া।
বসন্ত পরশে কিশলয়ে চোখ মেলে চাওয়া।
ওরা কি বলেনি! সজল গম্ভীর সুরে
- আজ আর যেওনা কোথাও; কাছে কিম্বা দূরে।
সামনেই খুব কাছেই ফাল্গুনী পূর্ণিমা
আলোয় মেতে উঠলেও মনে হবে
আজ নয় পূর্ণিমা আজ যে ঘোর অমা।
ওই যে ইট কাঠ পাথরে, প্রখর দূষণে লড়াই করে
যে সেগুন গাছটা অতি যত্ন সহকারে
ডালে ডালে ফুলের কুঁড়িদের জাগিয়ে ফেরে।
সেওতো আশা করে দুদণ্ড বসবে ওর ছায়ায়
ওযে এক নির্বাক কবি!
পাতায় পাতায় তোমারি জন্য লিখে রেখেছে কত কবিতা।
একটাও কি পড়বেনা।
জানতে ও চাইবেনা ওকি বলতে চাই তাঁর কবিতায়।
যাও যাও দূরে কোথাও
উদাসী মন যদি কোথাও স্বস্তির শান্তি খুঁজে পাও।
আমরা না হয় থেকেই যাবো এই শহর আঁকড়ে।
ঘাসের ডগা থেকে খুঁজে নেব শিশিরকণা
বাগানের ঝরনাকে খোয়াই ভেবে
পা ডুবিয়ে শীতল করে নেব;
রঙচটা রেলিঙ্গে ভুল করে আসা হকচকিয়ে থাকা
কোন দোয়েল দেখে আত্মহারা হয়ে যাব।
সুরে বেসুরে গেয়ে উঠবো
উদাসী ইচ্ছে বাউল হয়ে ।
পথভোলা পথিকের সেই গান।
"আমায় চেনো কি?"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন