বসন্ত এসে গেছে -৫৬
অনন্য মিত্র
বসন্ত সম্প্রীতি
আজ ফাগুনে, রঙ লেগেছে সারা বনে বনে,
হিংসা-দ্বেষ, বিভেদ, রক্ত নেইকো কারো মনে।
কৃষ্ণচূড়া লাল হয়েছে,পলাশও কম যায়না,
দূরে তোরা দাঁড়িয়ে কেন?একটু কাছে আয় না!
রাম, শ্যাম আর যদু,মধু দাঁড়িয়ে কেন দূরে,
রফিক, সালাম আবির নিয়ে খেলছে দেখনা ওরে।
কেন তোরা বিভেদ করিস এই পবিত্র দিনে,
জানিস নাকি প্রাণ বাঁচে না বন্ধু স্বজন বিনে।
আজকের এই পবিত্র দিনে বাঁধ তোরা বন্ধন,
দূরে দাঁড়িয়ে কেন তোরা মিছেই করিস ক্রন্দন।
আজকে মোরা ভুলব কে মুসলিম কে হিন্দু,
বিভেদ ঘোচাব বঙ্গের মোরা দিয়ে রক্তের বিন্দু।
🙏🏻লেখা আহ্বান🙏🏻
অঙ্কুরীশা ই ম্যাগাজিনে প্রতিদিন বিভাগে যুদ্ধ বিরোধী কবিতা ১লা এপ্রিল থেকে প্রকাশিত হবে। আপনারা আপনাদের মৌলিক ও অপ্রকাশিত লেখা নীচের মেলে পাঠিয়েদিন। 👇👇👇👇
ankurishapatrika@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন