বসন্ত এসে গেছে -২৫
রূপক চট্টোপাধ্যায়
তিন বিন্দু
১.
ঘোড়া গুলি ফিরে গ্যাছে
চারণভূমি ছেড়ে, অমরত্বের দিকে।
তাদের বিষন্ন ছায়া দীর্ঘ থেকে দীর্ঘত্বর
ওরাই সব, স্মৃতির সওদাগর হয়ে
পরজন্মে বিক্রি করবে মেঘলা বিকেল।
২.
এত কাছে এসো না।
সম্পর্কের মাঝে মাঝে
অল্প কুয়াশা , সেতু দূরত্ব এবং ঝোপঝাড়
থাকা ভালো। এমনিতেই সকালের চাকা
বিকেলের দিকে যেতে যেতে বাউল ধরে যায়!
৩.
অন্ধকার, পায়ের পাতা ডুবিয়ে
হাঁটু অবধি উঠে এলো। এবার বুঝি
ভরাডুবি হবে, এই ভেবে এসেছি বন্দরে।
ঠিক তক্ষুনি দেখি, বুনো চাঁদ নিম ফুলে
মাখিয়ে দিচ্ছে হৈমবতী রূপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন