পৌষ এল ঘরে -৪২
প্রদীপ কুমার দে
পৌষমাস
১.
এই পৌষ মাসে মেলা বসে
আমার জন্ম গাঁয়ের নদীর পাশে
কতকিছুই কেনা বেচা হয়গো সেথা
কতরোকম পুতুল আর খেলনা বাটি
পিঠে পুলির সাথে নাগরদোলায় নামাওঠা!
২.
শীতের দিনে এই পৌষ মাসে
পিঠে পায়েস আর পুলির দিনে
মন যে ভাই খেতে ভালোবাসে
গরম পায়েস বেশ কয়েক হাতা
চাই অনেক পিঠে পুলি গুনেগুনে!
শুভকামনা রইল পত্রিকার জন্য।
উত্তরমুছুন