লেবেল

মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... কোজাগরী লক্ষ্মীপূজা ।। প্রদীপ কুমার চক্রবর্ত্তী ।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 



শুধু কবিতায়...



কোজাগরী লক্ষ্মীপূজা 

প্রদীপ কুমার চক্রবর্ত্তী

       


লক্ষ্মী,লক্ষ্মীশ্রী

                    

গৃহাঙ্গনে লক্ষ্মী তো পাতা নেই তো লক্ষ্মীশ্রী

সকাল বিকাল অনল গরল

কত খুশিতে সরল তরল

ঢালবে গলায় জ্বলবে তরল এটাই তাদের শ্রী

বলতে চাইনা, ওরে হতভাগী,এটা যে বিশ্রী।


বেশ চলছিল লক্ষ্মী আশিসে সচল কারখানা

সংসারে ওরা মোট চারজন 

দুবেলা দুমুঠো তবুতো যাপন 

করোনা হানায় সুখের কি হাল লক্ষ্মী তো দেখি কানা 

হায় মা লক্ষ্মী! আমি কি অলক্ষ্মী ,দুঃখের পথ টানা।


কোনোমতে জোটে দুবেলা দুমুঠো সরকারী ভিক্ষায় 

  তরকারী নাই আছে ভাতরুটি

  মিডডে মিল তো আসে গুটিসুটি 

মিনসে এখন হদ্দ কুঁড়ে শ্রম দিতে নাহি চায় 

দুবেলা ডাকছি, ওগো মা লক্ষ্মী,পুরে দাও মনোকায়।


লক্ষ্মী, লক্ষ্মী, মন দিয়ে ডাকি সংসারে দাও সুখ 

   এই সংসারে তুমি দাও আলো 

    আশিস মন্ত্রে মুছে দাও কালো

পৃথিবী হয়েছে কেন যে বিমুখ আমার জন্য শুধু দুখ 

কোজাগরী রাতে আমি যেন দেখি তোমার ঐ আলোমুখ।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন