প্রেমের কবিতা -২১
অজয় দেবনাথ
কামনা
দু-চার লাইন লেখা কবিতার খাতা
তাতেই বুঝবে তুমি হৃদয়ের ব্যথা!
আস্তমস্ত মানুষের প্রেমে ভরা
দিল
অকারণ ভেসে যায় হয় না যে মিল।
তবুও তারই মাঝে কানে কানে কথা
ফিশফিশ বাতাসেতে কত কথকতা,
কারো কারো চোখে চোখ, কারো হাত
হাতে
কেটে যায় দিনরাত প্রেম ধারাপাতে।
আবেশের ঘোর কাটে প্রখর রোদ্দুরে
যদি-না লক্ষ্মীর কৃপা সঙ্গে
থাকে জুড়ে।
ব্যতিক্রমী সঙ্গী যদি সঙ্গ
চেয়ে কাঁদে
তবু প্রেম ভেসে যায় একঘেঁয়ে
স্বাদে।
প্রকৃতির খেয়ালেই সমাজের মন
এদিক-ওদিক চায় না-মেনে বারণ।
আরও পড়ুন 👇🏾👇🏾
❤️প্রেমের কবিতা পর্ব -২০
--------------------------------------
আজকের কবি-
বিশ্বেশ্বর রায় 💕
https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_23.html
.
খুব সুন্দর। অনন্য প্রকাশ। ভালো কবিতা।
উত্তরমুছুন