লেবেল

শনিবার, ৩১ জুলাই, ২০২১

আজকের কবিতার পাতায় — আরণ‍্যক বসু।।Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 






আজকের কবিতায়

আরণ‍্যক বসু




এসো এসো ঋতুরাজ



তোমার কাছেই ফিরতে চেয়েছে শেষপাতা জাগা শিরিষ শাখা,

ফাগুন আনবে শত প্রজাপতি সাত রঙে ভেজা রঙিন পাখা ।

গ্রাম শ‍্যামলিমা,নদীটি শ‍্যামলী ,মেয়েটির নামও তাই ; 

কড়াইশুঁটির পড়ে থাকা স্মৃতি, শীত বলে -- তবে  যাই।

মেয়েটির চোখ ছলছল করে জীবনানন্দ ঘিরে..

সেই ভোরবেলা ঘুম থেকে ওঠা সূয‍্যি চলেছে ফিরে,

ফিরে তাকাচ্ছে শূন‍্য আলের কনে দেখা রোদ্দুর

একি লাবণ‍্যে পূর্ণ প্রাণ -- লিখেছে রবিঠাকুর।

শ‍্যামলিমা জানে ,মেয়েবেলা মানে,বুকের না-ফোটা কুঁড়ি

শ্রীপঞ্চমীর ইসকুল-গেটে মন হয়ে যাবে চুরি !


হোক হোক চুরি ,ভেঙে যাক চুড়ি ,এসো এসো ঋতুরাজ

কাঁপা কাঁপা হাতে বানান ভুলের বার্তা এসেছে আজ !


কী সেই বার্তা ? শ‍্যামলিমা জানে -- আঁকা পলাশের গাছে,

প্রথম চুমুর পাগলামো -- যাবে ব‍্যর্থ কবির কাছে.।






আরও পড়ুন 👇🏾👇🏾


https://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-e-magazine-bengali-poem-in.html


৩টি মন্তব্য:

  1. বসন্তে কিশোরীর মন চুরি হয়ে যায়। সরস্বতী পূজার
    দিন অনেক কিশোরীর মন হারিয়ে যায়।তার করার
    কিছুই তো থাকে না। এভাবেই জীবন গড়িয়ে যায়
    জীবনকে আশ্রয় করে। আপনার কবিতা খুব সুন্দর।

    উত্তরমুছুন