দুঃসময়ের কবিতা -৭৮
অলোক চট্টোপাধ্যায়
১.
বেঁচে থাকা
স্বপ্ন নিয়ে বাঁচা যায় বেশ কিছুকাল।
কিছু কিছু বেঁচে থাকা দায়বদ্ধ সামাজিকতায়।
কেউ কেউ অবশ্যই এর বাইরেও বাঁচে
অজর অমর কিছু কাব্যকথায়।
তবুও অনেক অঙ্ক সর্বদা সঠিক মেলেনা।
কিছু প্রশ্ন বুকের ভেতরে
নিরুত্তর থেকে যায়।
ঢেউ ওঠে – ঢেউ ভেঙে পড়ে।
থেকে যায় যন্ত্রনার ক্ষত।
তারপরও বেঁচে থাকা নিতান্তই অভ্যাসবশত।
২.
মুক্তি
চেনা পথ ছেড়ে যেই সে নেমেছে নাবালে
নিষেধকে করে তুচ্ছ।
কি ভাবে যেন সে পেয়ে যায় ঠিক নাগালে
বনকুসুমের গুচ্ছ।
পথ বাঁধা ছিল লক্ষ্যও নির্দিষ্ট
হিসেবে মেলানো ছন্দ,
ফলাফল হবে যেমন পূর্বদৃষ্ট
নিয়ম নিগড়ে বন্ধ।
তবু সে মানেনি নিয়মের নিরাপত্তা
তাই বাঁধা গৎ ছাড়িয়ে
গিয়েছে যেখানে স্বাধীন মুক্ত সত্তা
অলক্ষ্যে যায় হারিয়ে।আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-emagazine-bengali-poem-in_41.html
দুটি কবিতাই খুব সুন্দর। সুখপাঠ্য । উচ্চমানের।
উত্তরমুছুন