লেবেল

শনিবার, ৫ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা -৭ ।। নিমাই জানা।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 






দুঃসময়ের কবিতা -৭


নিমাই জানা





জাইগোট পেছনের দরজাটি মতো




মেসেঞ্জারের বান্ধবী উত্তর না দিলে তাকে মৃত বলে ভেবে নিতে বলেছিল মৃত রঙের মা

জুওলজির ল্যাবে জাইগোট যেভাবে হাঁটে অনিষিক্ত থার্মোকলের উপর
সে কথাই আমাকে প্র্যাকটিক্যালে দেখিয়েছিল বাবা
জন্মের পরদিন কেউ মৃত্যু তারিখ জেনে গেলে কেমন করে ছোট হয়ে যায় আমাদের হাত
দ্রাঘিমার মতো সবকিছু সবুজ,  অথচ আমাদের পেটে কোন সেলাইয়ের দাগ ছিল না

কর্কট জীবাণু ঢোকে কোন ছিদ্র দিয়ে
শুধুমাত্র একটি পুর্ণচ্ছেদের জন্য কত দীর্ঘপথের লড়াই , শ্বাসবায়ুর ডাইমেনশন থাকলে আঙ্গুলের ভাঁজে রেখে দিতাম , দেখতাম যন্ত্রনার ঘাম শরীর কিভাবে কালো হয়ে আসে

যেভাবে আমার মা ও বান্ধবী একই বিছানায় ছটফটের ক্রিয়াপদ খেলছে আগুন নিয়ে 





আরও  পড়ুন👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_52.html




২টি মন্তব্য: