দুঃসময়ের কবিতা -৯
রঞ্জন ভট্টাচার্য
ভয়
অন্ধকার ছেয়েছে পৃথিবী
দামিনী যে দেয় ডাক
ভীত সন্ত্রস্ত পশুপাখি সব
মানুষ যে হতবাক!
কি হয়েছে কেউ জানে না
জানে কি মনের ভাবনা কবি?
হৃদকমলে ফুটে সব
হতাশা দুঃখের করুন ছবি।
ভাঙছে নদীর বুকের বাঁধন
সাগর যেন করছে শোষন
প্রকৃতি আজ রুষ্ট হয়ে
সবখানেতে চলছে রোদন
আয় রে সবাই এগিয়ে আয়
এবার দুঃখ করতে জয়
চলছে যুদ্ধ চলবে এখনো
নেইরে অবলা নেই রে ভয়।
আরও পড়ুন👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_30.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন