লেবেল

শনিবার, ৫ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা -৮।। মঙ্গলপ্রসাদ মাইতি।।Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 






দুঃসময়ের কবিতা -৮

মঙ্গলপ্রসাদ মাইতি




যে বাতাস খুঁজছি


যে বাতাস খুঁজছি সে বাতাস

বইছে না, যে ছবি দেখতে চাইছি,

আঁকতে চাইছি সে ছবি আসছে না।

এক দুর্বোধ্য সময় আমার সামনে

খেলা করছে, অসহনীয় পরিস্থিতি

আমাকে টেনে ধরেছে, আমি অস্থির

থেকে অস্থিরতর হচ্ছি।

যে স্বপ্নেরা আসছে তারা রঙিন না –

ধুসর, ফ্যাকাশে, দু:স্বপ্নের কালো ছায়ার

মতো, ঘুরপাক খাচ্ছে-অন্ধকারে

পথ হাতড়ালে যা হয়–সেই দশার

উপক্রম যেন। যা আমার ভালোলাগা

সে সব অনেক দূরে সরে গেছে যেন,

সেই ভালোলাগাকে আর ভালোলাগায়

আনতে পারছি না, যা আমি চাইছি

তা আজ আর আসছে না, গভীর

এক দু:সময় আমাকে গ্রাস করেছে।







আরও পড়ুন 👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_41.html


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন