দুঃসময়ের কবিতা - ৩৯
সুনীল মাজি
বুকের উপর
বুকের উপর হাত রেখে যে ঘুমায়, আসলে সে পাহারা দেয়
একটা পাহাড় থেকে নেমে আসা ঝরনা অথবা এক সমুদ্র মেঘ।
আকাশের বুকে অই যে মেঘকে ভেসে যেতে দেখছ
একটু আগে সেখানে ভেসে ছিলো এক বিশুদ্ধ নীল রঙ
এক জোড়া ময়ূর ময়ূরী নেমে আসতেই সাগরের বুক থেকে
উঠে এল মেঘ — সে এক আশ্চর্য জ্যোৎস্নার উজান
তখন আকাশ পাহারা দিতে থাকে অতিথি মেঘ, চাঁদ ও নক্ষত্র সমূহ
বুকে হাত রেখে কতটা নেচেছ সজারুর নাচ—ওটাই প্রেমের কাজ।
ঘুমের ভেতরে হাতটি সরে গেলে দেখা যায় বৃষ্টির ভেতরে আর কোনও দৃশ্য নেই।
তখন হয়তো নদীর বুকে বন্যা আছে কিন্তু কোনও ঢেউ নেই স্রোত নেই।
হয়তো যে মানুষটিকে তুমি ভালোবাসো তার অঙ্গে কেবল অলংকারের সৌন্দর্য—
তুমি কি ভুল করে ঢুকে পড়েছ কোনও জুয়েলারি শপে অথবা পিরামিডের ভেতর?
বেঁচে থাকটা অনেকের কাছে মডেল—বুক থেকে হাত না সরে গেলে বুঝতে পারতে না পূজারিনী!
আরও পড়ুন 👇👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_70.html
পছন্দের কবি ভালোলাগার কবিতা
উত্তরমুছুনপছনের কবি ভালোলাগার কবিতা
উত্তরমুছুন