দুঃসময়ের কবিতা -১০
মোঃ আদিল মাহমুদ
অন্তর্জ্বাল
আমি মর্মব্যথা বলিতেছি, জনকে বিনতি করিতেছি
আনিও না দেশে কোনও জ্বালানি,
অবনী মহাবিপদগ্রস্ত, মানবজাতি প্রকৃত ত্রস্ত,
ভাই কৃষক হাতে ধরো নিড়ানি!
কৃষিখাত দেশের আবরু, বাঁচাও চাষার প্রাণ মরু,
তাহারা নিয়ত ঠেকায় তলানি।
সুখ তোমাদের মাঝে নাই, করিও না ধানাই-পানাই,
তিনি নিত্য দেখে সব কর্মে প্রান্ত,
সহজ পথে হাঁটিয়া চলো,মানুষকে ভালো কথা বলো,
শ্রমিক পেশায় খুব বেশি শ্রান্ত।
মজুর বাঁচাও শান্তি আন, ক্ষুধাকে রুখিতে কষ্ট মান,
অর্থনীতি বাঁচাইয়া হও শান্ত,
সামাজিক দূরত্ব গুরত্ব, বুঝ আইনের জানা তত্ত্ব,
শিক্ষা মেরুদণ্ড টিকাইয়া ক্ষান্ত।
অসহায়কে সাহায্য করো, নীতি দ্বারা স্বস্তি ধরো,
ধৈর্য ধরিয়া নাও পুষ্প সেতারা,
অপরাধী হইবে অচল, তোমরা হও প্রাণ সচল,
সচেতন হইতে দাও পাহারা।
শিল্প কারখানা প্রয়োজন, অর্থনীতি দেশের শ্রাবণ,
শ্রমিক বাঁচাইয়া সুখের পণ,
ধনবিজ্ঞান রত্ন পাথার, আসিবে দেশে গুণ বাহার,
কল্পনাতে আনো অভিতপ্ত মন।
অত্যাচার পরিহার বড়, ক্ষুধার্ত জনের চিত্ত গড়,
দেখিবে দেশে বহিতেছে পবন,
সরকারী আদেশ ধর্তব্য, পালন করা নিত্য কর্তব্য,
মানুষের যাতনা করো বরণ।
দলমত নির্বিশেষে আস, দেশের জনকে ভালোবাস,
নর চাহিয়া উন্নতির আশায়,
করো শপথ আনো সুপথ, রহিত করো সব কুপথ,
উর্দ্ধে বসিয়া আছে স্রষ্টা স্বেচ্ছায়।
দোহাই পরিত্যাগ গহন, লাগাও দেশে ফুল কানন,
লোক বসিয়া আছে এই নেশায়,
শান্তি ভবে আসিবে ফিরিয়া,অনুরাগে বিধুকে লইয়া,
আমি অন্তর্জ্বাল জনের সহায়।
আরও পড়ুন 👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_6.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন