লেবেল

মঙ্গলবার, ৮ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা-- ২১।। ত্রিপর্ণা ঘোষ।। Ankurisha ।। E.Magazine ।।Bengali poem in literature ।।












দুঃসময়ের কবিতা-- ২১

ত্রিপর্ণা ঘোষ






শেষবেলায়


হসপিটালের বেডে শুয়ে খুঁজে পেলাম আজ সেই মাপকাঠি,জীবনের পরিধি সত্যি ঠিক কতটা।যত বড় আমরা মনে করি তার ঠিক এক চতুর্থাংশও নয় এই জীবন।

জীবনের ওপর মায়া জড়িয়ে থাকি আমরা,কিন্তু জীবন চলে তার নিজ পথে,নিজ ছন্দে।তার নির্ধারিত রাস্তার দূরত্বও বেঁধে দেয় সে নিজেই।।

জীবনকে সুন্দর করে সাজিয়ে তোলার কত সাধনা করে চলি শুধু আমরা,জীবন তখন শুধু তাচ্ছিল্য জড়ানো হাসি হাসে আর এগিয়ে চলে।

জীবনের সাথে চলার দৌড়ে নেমে কোনোদিন ঠিক ভেবে দেখা হয়নি জীবনের রাস্তাটা ঠিক কেমন?সে ঠিক কীভাবে নিয়ে যেতে চায় আমাদের?অন্ধ,বধির হয়ে শুধু নিজেদের মতো করেই শুধু চেয়ে গেলাম যাকে।

হাজার আশা,আকাঙ্খা দিয়ে ভরিয়ে ছিলাম যাকে,নাম দিয়েছিলাম যার ‛জীবন’,বুঝিয়ে দিল সে আজ অন্তরের মিল ছিল না কোনোদিনই তার সাথে।ছিল শুধু পাওয়া আর না পাওয়ার হিসাব।

সম্পর্ক সমানুপাতিক ছিল তার শুধু সময়ের সাথে।তাই আজ তার গন্তব্যের খুব কাছে এসে সে প্রতিটা মুহূর্তে বুঝিয়ে যাচ্ছে ‛জীবন’ আর ‛সময়’ এর মর্ম।
বাকী যা কিছু ছিল,সবই আজ বৃথা।

প্রতিটা মিনিট,প্রতিটা সেকেন্ড ভিক্ষা দিয়ে চলেছে জীবনের প্রতিটি মুহুর্তের।অপেক্ষার লড়াই চলছে জীবনের শেষ গন্তব্যে পৌঁছনোর।অপেক্ষা শেষে
মিলিয়ে যাবে অস্তপানে শেষ সূর্য্যের আলো।




আরও  পড়ুন 👇👇

https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurishapatrikagmail.html


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন