লেবেল

সোমবার, ২১ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা -৪৩।। প্রদীপ কুমার রায়।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 




দুঃসময়ের কবিতা -৪৩

প্রদীপ কুমার রায় 




দাবানল 



মাঝে মাঝেই লুকিয়ে কাঁদি, স্বেচ্ছা নির্বাসনে 

চারিদিকে ঘিরে থাকা ভগ্ন প্রাচীর 

শত্রুশিবির ভেসে আছে এখানে ওখানে 

সত্যবাদীর বাগানে জমছে আগাছার ভিড়।



কর্মদোষই হাতে এখন মরচে পড়া বান 

অনেক যত্নে সাজানো গোছানো তূণীর খালি 

বিসর্জনের আগেই জুটছে দারুন অসম্মান 

নিন্দুকেরা আপনমনে দিচ্ছে করতালি।



শোভাযাত্রায় নগ্নপদে মিছিল শুধু চলে 

খিদের পেটে মোমবাতিও জ্বলতে চায় না আর 

একটা শ্রেণী নাম লিখিয়েছে জানোয়ারের দলে 

সিংহাসনে বসে আছেন নপুংসক ভাঁড়।



স্বদেশজোড়া দাবার বোর্ডে আমরা শুধুই বোরে 

পুতুল নাচের পুতুল হয়ে নাচছি তালে তালে 

আকাশবাণী ভায়া রাজধানী পড়ছে ঝরে ঝরে 

জীবনযাত্রা স্তব্ধ মোদের হাওয়া নেইকো পালে।



সকাল সন্ধ্যে ভিজছি মোরা শুধুই রক্ত ঘামে 

ওদিকে, ঠান্ডা ঘরে চুপিসারে নেপোয় মারছে দই 

জিয়নকাঠি রাখা আছে নির্বাচনী থামে 

চারিদিকে এতো আগুন, তবু দাবানল জ্বলছে কই।






----------------------------------------------------------------- 



      🙏অঙ্কুরীশা পত্রিকা🙏

    🛕🛕রথযাত্রা সংখ্যা🛕🛕


 ✍🏾✍🏾✍🏾লেখা আহ্বান✍🏾✍🏾



সুধী,


''রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম।''
🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕
সামনেই জগন্নাথ দেবের রথযাত্রা অর্থাৎ ২৭শে আষাঢ়১৪২৮(১২ই জুলাই২০২১)তাই আপনি  আগামী ৫ই  জুলাই ২০২১'  মধ্যে ১৬ লাইনের মধ্যে একটি   কবিতা   (মৌলিক, অপ্রকাশিত)   অভ্র/ইউনিকোড-এ  মেল বডিতে টাইপ করে এই  মেলে ankurishapatrika@gmail. com  এ পাঠানোর আবেদন জানাই।


🙏🛕মনে রাখবেন আপনার এই সৃজন  অঙ্কুরীশা-র  পাতায় সম্মানের সাথে প্রকাশিত হবে। 

ভালো থাকুন।
সুস্থ থাকুন। 


নমস্কার 
সম্পাদক, অঙ্কুরীশা 
🛕🛕🛕



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন