(বাংলার ভোট যুদ্ধের শেষে সবাই শান্তিতে থাকুন, ভালো থাকুন।🙏🙏🙏🙏)
পতাকায় রক্তের দাগ
অজিত বাইরী
যুদ্ধ শেষ; জয়োল্লাসে মেতেছো যারা
শুনতে কি পাচ্ছো বিলাপ
স্বজন-হারানো শোকার্ত গ্রামগুলির?
খালি হয়ে গেছে কত মায়ের কোল!
জয় কি ফেরাবে অকালে
ঝরে যাওয়া কুঁড়ির মতো প্রাণগুলি?
জয় কি ফোটাবে হাসি
দুঃস্থ পরিবারগুলির শুকনো ঠোঁটে?
জয় কি দেবে প্রতিশ্রুতি
মৃত্যু ওৎ পাতবে না কারো দুয়ারে?
যুদ্ধ শেষ; যারা জয়ী, মত্ত জয়োল্লাসে
জেনো, প্রতিফোঁটা জয়তিলকে
লেগে আছে তাজা রক্ত;
স্বজনহারাদের হৃদয়-ছেঁড়া অশ্রুতে ভিজেছে
বিজয়ের আবির-রাঙা পতাকা।
আরও পড়ুন 👇👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_1.html

ভালো কবিতা। মানুষকে স্থিতিশীল রাখার চেষ্টা।
উত্তরমুছুন