বিশ্ববরেণ্য সত্যজিৎ রায়-এর জন্মশতবর্ষ;
শ্রদ্ধা ও স্মরণে:- গৌরী পাল
সত্যজিৎ রায় শুধু চলচ্চিত্রকার নয়, তিনি শিল্প সাহিত্যের সক্রিয় সারথি, বহুমুখী ব্যক্তিত্বের প্রতিভূ।কালান্তরের চিত্রনাট্যকার,শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক, লেখক, সঙ্গীত স্বর লিপিকার,সম্পাদক, প্রকাশক ও প্রচ্ছদ শিল্পী।তাঁর সাধনা শিল্পের সাধনা, তাঁর ধর্ম শিল্পের ধর্ম। সবাই নিজ নিজ উপলব্ধির জায়গা থেকে যাপন করেন তাকে, বিশ্লেষণ করেন নিজস্ব পঠন পাঠন থেকে।চিত্রের ব্যবচ্ছেদ করেন অনুভবের বোধ থেকে। তবু প্রকাশ থাকে আধুনিক বাংলা সাহিত্য সংস্কৃতি জগতের এক বিরল ব্যক্তিত্ব সত্যজিৎ রায়। বিশেষ করে চলচ্চিত্র পরিচালনায় তার অসাধারণ নৈপুণ্য, উদার দৃষ্টিভঙ্গি, বাংলা চলচ্চিত্রের আকাশে একটি নক্ষত্র হয়ে যুক্ত করেছে নতুন মাত্রা। মায়ের আদরের মানিকের চোখ দুটি গোল গোল, কান দুটি বড়, মাথায় এক ঝাঁকড়া চুল। যেন বাংলার শিল্প শহরে একসাধকের আবির্ভাব। তাঁর শৈশব থেকে চলনে-বলনে, পোশাকে-আশাকে এমন এক সৌন্দর্য ছিল,যা মননশীল আভিজাত্যে পূর্ণ।
সত্যজিৎ রায়ের শুভ জন্মদিনে শুভেচ্ছা...
শুনেছি পূর্নিমা রাতে এসেছো তুমি
ধরনীর কোলে,
সেদিন খুশির হাট বসেছিল
তারা'র দেশে।
তোমার জন্যে পৃথিবীতে আজ
আলোর ধারা,
তোমার জন্যে বাগানে আজ
ফুলের মেলা,
তোমার জন্যে জোনাক জ্বলে
পুকুর পাড়ে,
তোমার জন্যে কাঁচপোকারা
গান গায় সুরে সুরে।
দক্ষিণের জানালায় বইছে
সুরেলা বাতায়ন,
পাখিদের ঠোটে আজ
উল্লাসের মাতম।
বৃষ্টিবিলাসী ধানের ক্ষেতে
সবুজের ঢেউ দোলে,
চিরদুঃখি কৃষাণির মুখে
হাসির খৈ ফুটে।
রূপালী চাঁদের মেলা বসেছে
তোমার উঠোনে,
নদীর বুকে জোয়ার এসেছে
তোমার আগমনে।
তোমার তরে রক্তজবা
হাজার ফুলের উৎসব,
তোমার তরে কোকিলের গান
দোয়েলের শীষ।
তোমার তরে কৃষ্ণচূড়া
তোমার তরে আকাশ নীল,
তোমার তরে রংধনু রং,
আজ তোমার জন্মদিন।
তোমার তরে শুভেচ্ছা আমার
নীল খামে রবে অমলিন।
ছড়িয়ে দাও তোমার সৌরভ
ছড়িয়ে দাও ভালবাসা,
রাঙিয়ে দাও তোমার পৃথিবী
বেঁচে থাকো নিয়ে আশা।
তোমার আলোয় ঘোচে যাবে
নিরাশার অন্ধকার,
তোমার আলো জ্বালিয়ে দাও
পৃথিবীর এপার-ওপার।
আরও পড়ুন 👇👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/05/blog-post.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন