লেবেল

শনিবার, ১ মে, ২০২১

বাংলার শর- কার। কুরুক্ষেত্রের শেষ অঙ্কে।। — কবিতায় — অজয় দেবনাথ।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 




বাংলার সর- কার 

কুরুক্ষেত্রের  শেষ অঙ্কে। 



ন্যাংটা

অজয় দেবনাথ

 

ভোটপুজো শেষ, আজ প্রসাদ বিতরণ

অচিরেই শুরু হবে দুমদাম

জলবাতাসা, নকুলদানা, মিছরির শরবৎ

অবশ্য গরমে শরবত অতি উপাদেয়।

 

একে লকডাউন তায় বাজার গরম

নিলাম হবে আদর্শ, পছন্দের জামা

বাজিকর ট্যাঁকের জোরে করবে বাজিমাত

বাম-ডান সব মিলে তলে তলে রসাতল

 

ধুর, এর পরে যোগ দেব

‘সবই অপছন্দের’ দলে

পছন্দের সব জামা ছুঁড়ে ফেলে দিগম্বর…

আপনারা আসবেন কেউ? নাকি…





আরও  পড়ুন 👇👇👇



https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_76.html

 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন