লেবেল

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ








  প্রিয়তর হয়ে এসো 

কবে বেজেছিলো বাঁশি
ভুলে গেছি স্মৃৃৃতির বিভ্রমে৷
শামুক বা কেন্নোর মতো
কুঁকড়ে গুটিয়ে আছি নির্জনে কোণে৷
ঘিরে আসে মাকড়সা জাল,
পাতানাতা ধুলোবালি ঢেকে দেয় অস্তিত্বের মূল৷
প্রতীক্ষায় আছি কোনো এক রাখালদাসের৷
আমাজন,খাণ্ডব গিলে খায় চণ্ড অনল,
সে আবার অন্য রূপে পাপঘ্ন পাবক,
দহনে শুদ্ধ সীতা নিকষিত হেম৷
হে অগ্নি, এসো তবে প্রিয়তর হয়ে,
পাতানাতা আবর্জনায় দীপ্তিমান হয়ে ওঠো৷






                             
  
ঐকিক নিয়ম 

ভোর গড়িয়ে সকাল
সকাল যুবক হয়ে দুরন্ত দুপুর
দুপুর পিছলে গিয়ে বিকেল সন্ধ্যা রাত্রিতে মেশে৷
এভাবেই চলেছে জগতের প্রাত্যহিকী৷

জীবনের চর্যাপদ এমন ঐকিক নিয়মে মেলে না৷
চড়াই উৎরাই আছে, আছে ভাঙাগড়া,
ভালোবাসা, সন্দেহ, মর্মন্তুদ ঘৃৃৃণা,
দুঃখের মসীলিপ্ত কাল,
সুখের ক্বচিৎ বিদ্যুৎরেখা—
বিষামৃৃৃতে মিলেমিশে সময় ও দূরত্বের জটিল অঙ্ক যেন৷
সবাই উত্তর খোঁজে,
অনেকের উত্তর মেলে না৷


                   
   
দিয়েছে সে অফুরান 

বহুদিন চড়ুই দেখিনি, আজ শুনি কিচিরমিচির,
খেলা করে অলিন্দে উঠোনে৷
সবুজের সমারোহ, বাতাসের শুদ্ধতা,
তটিনীর নির্মলতা, আকাশের স্নিগ্ধ নীল দেখিনি কতো যুগ!
আকাশে শকুন চিল অজস্র পাখিরা
সারাদিন মগ্ন সন্তরণে,
পরিযায়ী পাখিগুলো ভুলেছে ফেরার কাল৷

শুধু আমাদের মুখ ঢাকা মোহিনী মুখোশে,
আর বুকে বাজে ভয়-ভেরি অহর্নিশ৷
কেড়েছে অল্প কিছু বাড়তি, অসার৷
দিয়েছে সে অফুরান বিশ্বজোড়া বাঁচার রসদ৷


                                  
      রাত্রি  

রাত্রি ঠিক মায়ের মতন
সন্ধে হলেই রোজ জ্বেলে দেয় লক্ষ পিদিম৷
রাত্রি ঠিক মায়ের মতন
কর্মক্লান্ত দিন শেষে সে আসে
মুছে দেয় স্বেদবিন্দু ক্লান্তি বেদনা পরম আঁচলে৷

তারপর রাত গাঢ় হলে
পরায় সে চাঁদ-টিপ আমাদের ভালে, 
কানে কানে গল্প বলে চাঁদের বুড়ির
আর গুন গুন সুরে গায় গান,
ঠিক যেন মায়ের মতন৷






                   
 প্রাত্যহিক ভূমিষ্ঠ যাপন 

বসে আছি নদীকূলে একা
জলছবি দেখি উজান-ভাটির৷
ভেসে চলে কতো তরী ভাটিতে উজানে৷
হালে বসে আছে মাঝি নিমগ্ন নিশ্চল,
ভাটিয়ালি গান ভেসে চলে স্রোতের ধারায়৷
ওরই মাঝে খেয়া তরী হয় পারাপার,
আসে যায় কতো লোক কতো কাজে,
সাথে কারও পণ্যসম্ভার, রিক্তহস্ত কারও৷
ওপারে গঞ্জের হাটে মানুষেরা ভিড় করে আসে
নানা গ্রাম জনপদ থেকে,
এপারে অহল্যাভূমি থাকে কার প্রতীক্ষায়!
জীবনের বর্ণমালা মুছে গেছে বিপন্ন দীনতায়৷
প্রাত্যহিক ভূমিষ্ঠ যাপন
ভেসে যায় কালিন্দী বিদ্যায়৷


যেকোনো বিভাগে অপ্রকাশিত লেখা পাঠান। 
মতামত জানান
bimalmondalpoet@gmail. com        






                    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন