মৃত্যু
সেদিন অমাবস্যা
হাতড়ে যেতে যেতে ধাক্কা লাগল একটা গাছের সঙ্গে
যে কটা তারা ছিল আকাশে
ওর পাতায় এসে বসলো
ধুয়ে গেল ভয়
আজ
চলতে চলতে একটা ঠান্ডা স্পর্শ
সাপটা পা বেয়ে ক্রমশঃ ওপর দিকে উঠতে লাগলো
যখন মাথা ছুঁলো, দেখি ওর গা-টা গরম
আবার গাছটার নীচে গেলাম
কি নিকষ কালো
আজ কিন্তু পূর্ণিমা ছিল..,
শিকল
কখনও দেখেছ রাতের গৃহপ্রবেশ?
আমি দেখেছি
যখন হারিয়ে গেল আমার ঘরের চাবি
শুনেছ কখনও খসে-পড়া তারার আর্তনাদ?
আমি শুনেছি
যখন আমার আত্মজকে ভালোবাসলো খোলা আকাশ
কখনও দেখছ সবুজের বনবাস?
আমি দেখেছি
যখন আমার বিশল্যকরণী শেষকৃত্যে
দেখেছ কখনও খরার বুকে নৌকোর যাত্রা?
আমি দেখেছি
দিনান্তে যখন আমায় ঠিকানা ভাবতে হয়
এতকিছু দেখলাম
শুধু, কখনও চিলেকোঠার কারাবাস দেখিনি
তাই কি তুমি দেখালে আজ?
পোস্টমর্টেম
লাভা গড়িয়ে পড়ছে মাথা চুঁয়ে
অথচ তাপমাত্রা কমে গেল দেহের
চক্কর দিচ্ছে একটা চিল
নজর করছে ভিতর-বাহির আবাসিকদের
তবু বিধ্বংস দেখা গেল না
ভাঙলো জলপ্রপাত
বয়ে যেতে চাইলো স্থলজ সংসার
কিন্তু খাদ বিঁধিয়ে নিল পা
চোরাবালির নাগালে
তলিয়ে গিয়েও হল না শ্বাসরোধ
ফরেনসিক্-এ শঠতার বৃত্তান্ত
ভালোবাসা আর ঘৃণা কি সমানুপাতিক?
ভাইরাস
ঠোঁটের আদরে বিষের আভাস
চাতক হতে চেয়ো না
চোখের জলের স্বাদ-মন্থনে নেই অমৃতের বাহুপাশ
নীলকন্ঠ হতে পারবে না আজ
নিঃশ্বাসে অশুদ্ধির আবাস
দাবানলে শুধু আমাজন হতে পারো
পাবে না কোনো মেহুলীর ঘ্রাণ
রমণসোহাগের হোক পরবাস
যদি যোজন দূরেও থাকি
এসো, হৃদয়েতে করি সহবাস
ভিতরঝোরায় ধুয়ে যাক সংক্রমণ
লজ্জাবতী হোক জীবাণুর অভিলাষ...
দোলাচল
বৃষ্টি এল
যদিও, কোনো চাতক ছিল না পূর্বাভাসে
ছিল না ছিঁটেফোটা কোনো উচ্চারণ পূবালির
একটা ছায়া
বিচ্ছেদের সাথে একাকিত্বের সহবাসে জন্ম নিলো নিরিবিলি
আশ্রয় না ছোবল?
মাটি গলে পাথর
সবুজ ভিজে গিয়ে সাদা
অথচ, বজ্রবিদ্যুৎ সহ ঝড় ঘোষিত হয়নি
হাওয়াতে ফিসফিসানি
সতেজ হচ্ছে জীবন্ত লাশ?
নাকি, ধুয়ে যাচ্ছে সংক্রমণ?
যেকোনো বিভাগে অপ্রকাশিত লেখা পাঠান
মতামত জানান
bimalmondalpoet@gmail. com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন