লেবেল

বুধবার, ২৪ জুন, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ

     



  বেসুরো 

তানপুরায় আজ ধ্রুপদী সুর বাজছে না
শোনা যাচ্ছে এক অস্ফুট আওয়াজ 

স্রোতের বিপরীতে চলার খেসারত
এভাবেই দিতে হয় আজীবন 

গোলাপের রূপ বা জুঁইয়ের সুগন্ধ থাকুক অধরা
জংলা অজানা কোন ফুলের 
হাজার রকম গল্প নিয়ে কল্পিত এক জীবনের
স্বপ্নে বিভোর আমার অন্তরাত্মা 

সামান্য নৈবেদ্যয় পায় পরম প্রশান্তি।



    পাকদণ্ডি 

কুন্ডলির ধোঁয়ার মত আবর্তিত হচ্ছে 
জীবনের পাকদণ্ডি 

বড় রাস্তার থেকে যে পথটা বেঁকে গেছে 
নদীর দিকে,  সেদিকে চির শান্তি 

নদী অপেক্ষা করে আবহমান কাল 
কিন্তু গ্রহণ করে বেছে বেছে 
শহর আর নদী পাশাপাশি থাকা দুই মেরু
ব্যস্তানুপাতিক সম্পর্কে বাঁধা 

মেলানো যায় না কিছুতেই।



     কনসার্ট 

আজ সারারাত ধরে কনসার্ট শুনব-
ঝি ঝি পোকার ও আমার হৃৎস্পন্দনের
সবুজ গাছগুলো আবছা অন্ধকারে 
হয়ে উঠছে অনেকটা ভুতুড়ে 

হাটঁতে হাঁটতে পৌছেছি কষ্ট মিনারের কাছে 
বিসর্জন দিয়েছি আত্মচিন্তা

এখন শুধু সমাধিস্থ হবার অপেক্ষা 

পুনর্জন্মে বিশ্বাস করিনা যদিও 




      মনের ক্যানভাসে 

আগুনে রোদের ভিতরে হেঁটে যাই 
দুঃখবরফকে সঙ্গী করে 
মনের ক্যানভাসে আঁকা স্মৃতিগুলো উঁকি মারে

ঘন কুয়াশায় মোড়া কষ্টগুলো
মনের কোণায় ভিড় করে 
নিয়ে যেতে চায় হারানোর অতল গহ্বরে 

আজো মন স্বপ্ন দেখে, উঠে দাঁড়াবে
কোন একদিন পার হবে সব শূন্যতা
অনন্ত বিষাদের দিগন্ত রেখা 

ঐ দূরে পাহাড়ের চূড়া দেখা যায় 



     এপিটাফ 

এপিটাফে লেখা স্মৃতি পুড়ে জমছে এস্ট্রেতে 
চায়ের পেয়ালায় মেশানো বিষ 
                 এক চুমুকেই হারাই আমি 

নেশায় হারাব বলে সুখ খুঁজি নিকোটিনের ধোঁয়ায়
ভুলে যেতে চাই হারানো অতীত 
                 গল্প লিখি ফসিলের ছোঁয়ায় 

দেশ ঘুরে কালের দুয়ারে পাপ মোচনের আর্জি জানাই
পথ হারিয়ে পথেই সুখ খুঁজি 
               কক্ষচ্যুত হয়ে কক্ষেই আবার বাঁচি 

কত অন্ধকার রাতে হারাই আমি 
ভুল করে আশা বাঁধি ভুল পথে 
ফিনিক্স পাখি আসে চাবুক হাতে 
ইশারা করে শান্তির দোয়াতে ।




যেকোনো বিভাগে অপ্রকাশিত লেখা পাঠান
মতামত জানান
     bimalmondalpoet@gmail        


২টি মন্তব্য: