লেবেল

শুক্রবার, ১৫ মে, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ



মঙ্গলপ্রসাদ মাইতি


--------------------------------
ম ঙ্গ ল প্র সা দ মা ই তি
--------------------------------

                               




আমার প্রেম
  

আমার প্রেম আমাকে কখনো বঞ্চিত 
করেনি, আমার প্রেম আমাকে নিত্য-
নতুন ভাবনায় ভাবিত করে, নতুন 
উদ্দীপনায় উদ্দীপিত করে, অবিরত 
স্বর্ণালি স্বপ্নে স্বপ্নমুখর করে, নতুন 
পথের দিশা নির্মাণ করে। 

আমার প্রেম আমাকে নিত্য-নতুন 
গান বাঁধতে সাহায্য করে, নতুন 
ছন্দে-সুরে ভাসিয়ে নিয়ে যায়, নতুন 
আলোয় আলোককময় করে।

আমার প্রেম আমাকে জোয়ারবানে
আন্দোলিত করে, অনেক তরঙ্গে 
তরঙ্গায়িত করে, অনেক আনন্দে 
আনন্দিত করে, অনেক আহ্লাদে 
আহ্লাদিত করে, অনেক আবেগে 
আবেগদীপ্ত করে, অনেক ভালোবাসায়
মথিত-রঞ্জিত করে, অনেক রঙে 
রঙিন-বর্ণময় করে, অনেক সুরভে
সুরভিত করে। 

আমার প্রেম আমাকে বিরহে দীপ্ত 
করে, মিলনে মহিমময় করে, অনেক 
সাহসে সাহসী করে, এনে দেয় জীবনের 
পূর্ণতা।


 পথ


আমার পথটা তোমার পথের সোজাসুজি 
হলে ভালো হত, বেশ হত-
যখনই ইচ্ছে করত চলে যেতে পারতাম, 
তোমার সাথে দেখা করতাম, তোমার সাথে 
মিশে যেতে পারতাম, যখনই যা মনে 
উঁকি দিত তোমাকে সেসব বলে নিজেকে 
হালকা করে নিতে পারতাম।

কিন্তু না, তা হবার নয়-আমার পথটা 
তোমার পথের থেকে অনেক ঘুরে গেছে, 
তোমার কাছে যেতে হলে অনেক খাল-বিল, 
নদী-নালা, আদাড়-বাদাড়, ঝোপ-জঙ্গল,
খানা-খন্দ, টিলা-উপত্যকা, চড়াই-উত্রাই
পার হয়ে তবে তোমার কাছে যেতে হবে। 
সে পথ অনেক ঝক্কির, অনেক ঝঞ্ঝাটের,
অনেক কষ্টের, অনেক পরিশ্রমের- তাই 
ইচ্ছে করলেই তোমার সাথে দেখা করা 
আর হয়ে ওঠে না সবসময়, যদিও আমি 
নিশ্চিত জানি, তুমি আমার জন্য অপেক্ষা 
করে বসে থাকো। 

তবে জানো, এটা বোধহয় একপ্রকার 
ভালোই হয়েছে, খুশিমতো তোমার ওখানে 
যেতে পারিনা বলে তোমার প্রতি আমার 
একটা নিবিড় টান সর্বক্ষণ আমাকে ছেয়ে
রেখেছে, তোমার প্রতি আমার ভালোবাসার 
পারদ ক্রমশ উর্ধ্বমুখী, আমার আঁকাবাঁকা 
পথজুড়ে শুধু তোমারই পদচিহ্ন।



 ছায়া


তোমার ছায়ায় ঘর বেঁধেছিলাম আমি। 
অকৃপণভাবে বাড়িয়ে দিলে তোমার 
ভালোবাসার হাত। 
ঠিক মায়ের মতো করে টেনে নিলে
তোমার বুকের আঁচলতলে। 
বড়ো মিষ্টি, সুস্নিগ্ধ সে ছায়াতল। 
এ ছায়াতল ছেড়ে তাইতো কোথাও আর 
চলে যেতে ইচ্ছে করল না। 
তোমাতেই আশ্রয় নিলাম, তোমারই 
মধুর সান্নিধ্যে পাতলাম আমার 
ভালোবাসার বিছানা, যেখানে আমার 
স্বপ্নেরা পাখির মতো কলরবে কেবলই 
কথা বলে যায়।




 কালো মাটির চন্দ্রমল্লিকা 


তোমার বুকের কালো মাটিতে রোপণ 
করা চন্দ্রমল্লিকা আজ ফলে-ফুলে 
সুসজ্জিত, চতুর্পাশে রঙবাহারি পাপড়ি 
মেলে সত্যিই সে অদ্বিতীয়া, একবার 
দেখলে বারবার হৃদয় সেখানে অলৌকিক 
টানে এগিয়ে যেতে চায়। 

তোমার ওই চন্দ্রমল্লিকার মহিমময় 
রূপ, অনবদ্য সৌন্দর্য মালা আমাকে 
যেন পাগল করে দেয়, আমি তাই ছুটে 
যাই ঐখানে, প্রাণের আবেগ নিয়ে 
অবলোকন করি ওখানকার লাবণ্যসুধাকে,
সাধ হয় মন ভরে মিটিয়ে নিই 
দু’চোখের তৃষ্ণাকে।  

তোমার ওই চন্দ্রমল্লিকার অনুপম রূপ-
লালিমা চাঁদের স্নিগ্ধসুধাকেও বুঝি 
অবলীলায় হার মানিয়ে দেয়, যেন 
সব সৌন্দর্যকে ছাপিয়ে সে একাই হয়ে 
উঠেছে সকলের সেরা আর আমার 
ভালোবাসা সেখানেই হয়ে গেছে বন্দি।




 স্বপ্ন



যা গেছে তা যাক – 
এসো, স্বপ্ন নতুন গড়ি 
ভালোবাসার আকাশতলে 
ভাসাই মিলন তরি। 

প্রাণের মাঝে ফুটিয়ে তুলি 
নতুন আলোর ভোর 
উদার হৃদয় উঠুক নেচে 
কাটুক দ্বন্দ্ব ঘোর। 

মনের সকল মলিনতা 
যাক সরে যাক দূরে- 
প্রীতির বাঁধন বাঁধি এসো 
নতুন গানের সুরে। 

হিংসা-বিবাদ ভুলে সবাই 
এক আসরে উঠি- 
মিলন মেলার রাঙা আলোয় 
কুসুম হয়ে ফুটি।

লেখা পাঠান
bimalmondalpoet@gmail.com 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন